নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নতুন কমিশনার মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার)-কে তার কার্যালয়ে ১২ জুন সোমবার বিকেলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিশনার স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ও নগরবাসীর নিরাপত্তা ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান।
লায়ন গনি মিয়া বাবুল এসকল কার্যক্রমের সফলতা কামনা করেন এবং আথিতীয়তার জন্যে নতুন কমিশনারকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সদস্য কবি গবেষক মোস্তাক আহমেদ ও মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply