সৌদি প্রো লিগে আল হিলালের কাছে হেরে যায় আল নাসর। ম্যাচে ২-০ গোলে হারে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব। এই হারে শিরোপা জয় কিছুটা কঠিন হয়ে গেলো আল নাসরের জন্য। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন সিআরসেভেন।
এই ম্যাচে এক বিতর্কের জন্ম দিয়েছেন রোনালদো। মঙ্গলবার (১৮ এপ্রিল) শুরুর আগে ‘মেসি, মেসি’ চিৎকার করতে থাকে স্টেডিয়ামে উপস্থিত আল হিলাল সমর্থকরা। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন পর্তুগিজ তারকা। মাঠ থেকে বের হওয়ার সময় আল হিলালের সমর্থকদের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল ভঙ্গি করেন রোনালদো।
রোনালদোর এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। সৌদি আরব রক্ষণশীল দেশ। আর তাই রোনালদোর দেশ ছাড়ারও দাবি করেছেন অনেকে। তবে এমন অবস্থায় রোনালদোর পাশে রয়েছেন তার ক্লাব। কেন রোনালদো এমন অশ্লীল ভঙ্গি করেছেন তারও ব্যাখ্যা দিয়েছে আল নাসর।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে ওই জায়গায় হাত দিয়েছিলেন তিনি। কোনও সমর্থককে অপমান করার জন্য এমন অঙ্গভঙ্গি করেননি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply