 
																
								
                                    
									
                                 
							
							 
                    শূন্য পদের বিপরীতে রাজস্ব খাতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের চাকরিচ্যুত না করাসহ ৬ দফা দাবিতে ফের আন্দোলন শুরু করছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) স্থানীয় কর্মীরা।
প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বাপেক্স ঢাকা অফিসের প্রশাসন বিভাগের কর্মী মো. বায়েজিদ, প্রকৌশল বিভাগের মেকানিক মো. ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা বলেন, বাপেক্সে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে ১৪ বার কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও ২০০১ সাল থেকে এখন পর্যন্ত কোনো কর্মী নিয়োগ দেওয়া হয়নি। কর্মচারী স্থায়ী করার জন্য বারবার আবেদন করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। জানুয়ারি থেকে বাপেক্স কর্তৃপক্ষ আমাদের কর্মক্ষেত্রে আসতে নিষেধ করেছে। বর্তমান অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে ৪৭৫ জনের ৩৪টি মামলা চলমান থাকলেও বাপেক্সের পরিচালনা পর্ষদকে মামলা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করা হয়। টেকনিক্যাল পোস্টগুলোতে আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়ার ফলে কাজের মান ও দক্ষতা নষ্ট হচ্ছে। এছাড়া এখান থেকে আমরা যে পরিমাণ মজুরি পাই তা দিয়ে পরিবার নিয়ে জীবন ধারণ করা অসম্ভব।
বাপেক্সের শাহজাদপুর গ্যাস ফিল্ডের কর্মী ইব্রাহিম বলেন, আমরা গত জানুয়ারি মাসে আমাদের দাবিগুলো নিয়ে বাপেক্সের এমডির কাছে গিয়েছিলাম। তখন বলা হয়েছিল, এক সপ্তাহের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে।কিন্তু এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও কোনো সমাধান আসেনি। আমরা আজ সকালে বাপেক্সের এমডির কাছে এ বিষয়ে গিয়েছিলাম। তখন ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদের ওপর হামলা করা হয়। তাই আজ আমরা এ প্রেসক্লাব প্রাঙ্গণে এসেছি। আমাদের দাবিগুলো যুক্তিসঙ্গত ও বাস্তবিক। ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
৬ দফা দাবিগুলোঃ
১. বাপেক্সে কর্মরত সকল অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে।
২. কেপিআই অন্তর্ভুক্ত আউটসোর্সিং খাত সম্পূর্ণ বাতিল করতে হবে।
৩. ২০১১ সালের অর্গানোগ্রাম বাতিল করতে হবে।
৪. গ্যাস ক্ষেত্রে কর্মরত অস্থায়ী কর্মচারীদের শারীরিক ক্ষতি হলে কোম্পানিকে দায়ভার বহন করতে হবে।
৫. রাজস্ব খাতের বিপরীতে আন্দোলনরত অস্থায়ী কর্মচারীদের কোনোভাবেই বদলি বা চাকরিচ্যুত করা যাবে না।
৬. স্থায়ী পদ বৃদ্ধি করতে হবে।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply