নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের জন্য কৌশলে ক্যাম্প ছেড়ে পালানোর সময় মিয়ানমারের ২০ নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৫ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: বশির আহম্মদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮, নজু মিয়া (৭০), মো. আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫), আবু তাহের (৫০), সোনা আলী (৬৫), মো. সায়দ (৫৯), আলী হোসেন (৬০), রশিদ আহম্মদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমীর হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আব্দুর রহমান (৬০), আব্দুল হামিদ (৬৩) ও মোঃ সেলিম (৪২)। তারা সবাই কুতুপালং ও থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন।
র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, ক্যাম্প থেকে কৌশলে অবৈধভাবে বের হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পালানোর উদ্দেশ্যে একদল রোহিঙ্গা উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। খবর পেয়ে রোববার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা গরু বাজার এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ রোহিঙ্গাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রোহিঙ্গা বলে স্বীকার করেন। তারা জানান, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে কোনো পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন তারা। বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের উদ্দেশ্যে উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে জড়ো হয়েছিলেন।
আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহারসহ সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply