গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্থাপনায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখা বুধবার (৪ জানুয়ারি) বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি ভোটের দিন নির্বাচনী এলাকাধীন যে সব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সে সব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে, তা বন্ধ রাখার পরামর্শ দেয়া হলো।
এছাড়াও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply