সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

হুইপ ইকবালুর রহিম এমপি: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন

মিলন
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্র মানুষের শান্তির জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। বিভিন্ন ধরনের ভাতার দিয়ে আসছেন। এ দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এদেশকে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতা প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে উন্নত দেশের কাতারে।

১৭ ডিসেম্বর শনিবার দিনাজপুর দিগন্ত শিল্পী গোষ্ঠী চত্বরে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে ও প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় অসহায় ও দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা প্রমুখ।

প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এস.্এম. খালেকুজ্জামান রাজুর সভাপতিত্বে এবং প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুরের স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বিশিষ্ট ধারাভাষ্যকার সৈয়দ মো.রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ইমমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, প্রকৃতি-জীবন ক্লাবের জেলা সমন্বয়ক শাহ্ আলম শাহী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী, সহ-সভাপতি জহির খান, দিগন্ত শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফারুক গজনবী, সাবেক ফুটবলার তরু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, সাবেক কাউন্সিলর মোস্তাফা কামাল মুক্তি বাবু, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন, সহ-সভাপতি মো.শামীম শেখ.অর্থ সম্পাদক মিনারুল ইসলাম মিনার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকিদ হায়দার শিপন, কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক, চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আরমান হোসেন প্রমুখ।

প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে দিনাজপুরে অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শহরের চাউলিয়াপট্রি-পাহাড়পুর মিলনালয়তন সমিতি, দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগার চত্বরে অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বিতরণকৃত শীতবস্ত্র কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শীতার্ত মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS