নিজস্ব প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, রংপুর সিটি করপোরেশনকে আধুনিক সিটি গড়তে কাজ করবো। শ্যামাসুন্দরি খালসহ ড্রেনেজ ব্যবস্থার দিকে বিশেষ দৃষ্টি দিয়ে কাজ করা হবে। আধুনিক নগরী গড়তে নগরবাসী এবার নৌকা মার্কায় ভোট দেবেন।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে মহানগর যুবলীগের আয়োজনে নগরীর সিটি বাজার এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র প্রার্থী ডালিয়া বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের উন্নয়নের দিক থেকে রংপুর সিটি করপোরেশন অনেক পিছিয়ে আছে। তাই এবার পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সিটি করপোরেশন গড়ার স্বার্থে নৌকায় ভোট দেবে নগরবাসী।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ দলের অন্যান্য নেতারা।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply