পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে স্বতন্ত্র পরিচালক মো. আকরাম হোসেন পদত্যাগ করেছেন। তার স্থলে নতুন স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো: সারওয়ার হোসেন।
শনিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন স্বাধীন পরিচালক হিসেবে ১৭ আগস্ট থেকে সারওয়ার হোসেনের নিয়োগ কার্যকর হবে বলেও জানানো হয়।
এদিকে কোম্পানির চেয়ারম্যান পদেও পরিবর্তন এনেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানির স্বাধীন পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো: সারওয়ার হোসেন এখন থেকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি লে.কর্নে. (অব.) মো. আনিসুর রহমানের স্থলে নির্বাচিত হয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply