বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ধর্ম প্রতিমন্ত্রী গমের বদলে চালের রুটি খেতে বললেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৮৪ Time View

ব্যয় কমাতে গমের রুটির বদলে চালের রুটি খেতে বলেছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রোববার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের অধীন দুটি পরামর্শক প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনাবিষয়ক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ পরামর্শ দেন।

তিনি বলেন, ‘গমের আটার রুটি খাব না। তাহলে আমার গম আমদানি করতে হবে না। আমার বৈদেশিক মুদ্রা যেটা আছে, সেটাতে শর্ট পড়বে না। আমার ডলার শর্ট পড়বে না। আমরা সবাই যেন গমের আটার রুটি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছি! আমরা তিন মাস গমের রুটি না খাই। দেখি না কী হয়? আমরা চালের রুটি খাব। অসুবিধা কোথায়?’

প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই বলে জিনিসের দাম বেড়েছে। সবাই বলে এটা হয়েছে, সেটা হয়েছে। জিনিসের দাম কী বেড়েছে, বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। এখানে সামান্য বেড়েছে, তাতেই মানুষের মনে অশান্তি সৃষ্টি হয়েছে। এই যে ভোজ্যতেল, সেটি আসে কোত্থেকে? সব আসে ইউক্রেন-রাশিয়া থেকে।’

‘আজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হওয়ার কারণে সারা বিশ্বে ধস নেমেছে। এমনও দেশ আছে এক কেজি চালের দাম ৫০০ টাকা। অথচ বাংলাদেশের মানুষ এখনো স্বল্পমূল্যে সব খাচ্ছেন।’

ফরিদুল হক খান বলেন, ‘লন্ডনে পেট্রলের দাম তিনগুণ বেড়েছে। আজ বাংলাদেশে পেট্রলের দাম হলো ৯০ টাকা। লন্ডনে গিয়ে দেখি, পেট্রলের দাম এক পাউন্ড ছিল। এক পাউন্ডের দাম হলো ১১০ টাকা। সেখানে এখন পেট্রলের দাম ৩ দশমিক ৫৩ পাউন্ড। এর মানে হচ্ছে, লন্ডনে ৩৭০ থেকে ৩৮০ টাকা এক লিটার পেট্রলের দাম। অথচ মানুষ বুঝতে পারে না কিছু।’

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৌদিতে যান না কেন? আমাদের হজযাত্রীদের জিজ্ঞাসা করেন, তারা একটা ডিম খেয়েছেন ৫ রিয়াল দিয়ে। ১ রিয়াল ২৪ টাকা ধরে ১২০ টাকা একটা ডিমের দাম। বাংলাদেশে ১২০ টাকায় খাচ্ছেন কতগুলো ডিম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS