
স্টাফ রিপোর্টার, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোখলেছুর রহমান। সম্প্রতি প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।
সভায় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নবগঠিত কমিটির প্রত্যেক সদস্যই পেশাদার সাংবাদিকতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। আমরা সকলে মিলেই চর রাজিবপুরের সত্য, সমস্যা ও সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে কাজ করব। কোনো অন্যায়, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে প্রেসক্লাব সবসময় সোচ্চার থাকবে—একই সঙ্গে উন্নয়ন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।
তারা আশা প্রকাশ করেন, মোখলেছুর রহমানের দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে চর রাজিবপুর প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।
দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় মোখলেছুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রেসক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে পেশাদার সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে কাজ করে যেতে চাই।”
এ সময় স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply