জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হচ্ছে নুরুল হাসান সোহানের। শুক্রবার টি-টোয়েন্টি ফরম্যাটে আপাতত শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দায়িত্ব পান সোহান। এদিকে আজ এসেছিলেন শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন ভূমিকায় মাঠে এসে ব্যস্ত দিন পার করেছেন তিনি। এমনকি বৃষ্টির মাঝেও ব্যাটিং অনুশীলনটা চালিয়ে গিয়েছেন।
এরপরই অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন সোহান। দায়িত্ব পাওয়ার পর দলের কাছ থেকে ইতিবাচক মানসিকতা দেখতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মূল যে জিনিসটা মনে হয়, ভয়ডরহীন ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব যাতে এটা করতে পারি। আগে থেকে ফল নিয়ে চিন্তা করলে অনেক সময় প্রসেসটা ঠিক থাকে না। আমার কাছে মনে হয়, ভয়ডরহীন থাকলে ইতিবাচক ব্যাপার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।’
অধিনায়ক আরও বলেন, ‘দেখেন সবাই সবার ক্ষেত্রে আলাদা। একজনের সঙ্গে আরেকজনের মেলানো কঠিন। আমি সবার কাছ থেকে এটাই চাইব, যেন যে যার জায়গা থেকে শতভাগ দিয়ে চেষ্টা করি। এমন না যে শতভাগ দিলেই সফল হব। এখানে প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই যদি শতভাগ দিয়ে মন থেকে চেষ্টা করি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
নিজের ব্যাটিং নিয়ে সোহান বলেন, টি-টোয়েন্টিতে আমি যেটা বললাম, রানের চেয়ে ইম্প্যাক্ট জরুরি। এমন যে আজ ১৫-২০ রান করলাম। পরের ম্যাচে রান না করলে কথা উঠবে। ১৫-২০ রান সংখ্যায় কম দেখা যায়, এর চেয়ে খেলার ওপর কতটা প্রভাব রাখতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে আমি যেখানে ব্যাট করি সেখানে ৫০ বা ১০০ করার সুযোগ কম থাকে। আমার কাছে মনে হয়, দলের চাহিদা অনুসারে যে প্রভাব ফেলা দরকার সেটা ফেলতে চাই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply