রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে আট হাজার ১৬৮ পিস ইয়াবা, ২৯ কেজি ৬৫৮ গ্রাম গাঁজা ও ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শনিবার (২ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা রুজু হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply