
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকরণে ১২ই ফেব্রুয়ারি জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে ময়মনসিংহের সার্কিট হাউজের বিশাল জনসভায় তারক রহমান।কৃষি ও কৃষক ভালো থাকলেই দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির মুক্ত করা হবে। যারা দুর্নীতি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
আজ ২৭ জানুয়ারী মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি তার বক্তব্যে আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং কৃষি ও কৃষকের উন্নয়ন নিয়ে বিএনপির অবস্থানব্যাখ্যা করেন।
তারেক রহমান বলেন, বিগত বিএনপি সরকারের সময়ের আলোকে ভবিষ্যতেও একইভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে।
তিনি অভিযোগ করেন, বিএনপির ক্ষমতা থাকাকালীন সময়ে একটি হতে দুজন সদস্য মন্ত্রী ছিলেন অথচ ঐ দল আজ পতিত স্বৈরাচার সরকারের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, বিএনপি বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হলে তখন তারা কেন পদত্যাগ করেনি ও প্রতিবাদ করেন?
তিনি বলেন, বিএনপির নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি। তিনি দেশকে ভয়াবহ দুর্নীতির হাত থেকে রক্ষা করেছিলেন। বিএনপি কখনো দুর্নীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে প্রতিশ্রুতি দেন ।
তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সরকারে থেকে দেশের সব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে।
তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর একটি দল মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, বাকস্বাধীনতা এবং ভোটাধিকার হরণ করেছিল। এর ফলেই ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে।
আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
নারী ও শিশুদের বিষয়ে তিনি বলেন, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে এবং উদ্যোক্তা তৈরিতে সহজ ঋণের সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের বাদ দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ফ্যামিলি কার্ড চালু করতে করবে এবং কৃষকদের পাশে দাঁড়াতে কৃষক কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।
সমাবেশে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন ও ভোট প্রার্থনা করেন।
ময়মনসিংহ জেলা (দক্ষিণ)বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকনের যৌথ সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, ময়মনসিংহ সদর-৪ আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু,উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দা আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং প্রতিটি আসনের পার্থীগন।
সমাবেশের শুরুতে তারেক রহমান জুলাই–আগস্ট গণআন্দোলনে ময়মনসিংহে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানালে তারেক রহমান বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা কৃতি সন্তান সংসদ সদস্য প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেন, ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনই তারেক রহমানকে উপহার দিতে চাই তাই অতীতের সব দ্বিধা দ্বন্দ্ব ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply