
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) নাজিরহাট পৌরসভা সংসদের উদ্যোগে শুভ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৬ জানুয়ারি নাজিরহাটস্থ শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে শ্রী রবি দাশের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দীয় সংসদের প্রধান উপদেষ্টা লায়ন শ্রীযুত সম্ভু দাশ। উদ্বোধক ছিলেন রোটারীয়ান শ্রীযুত জুয়েল চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্বালক শীমৎ স্বামী অভয়া নন্দ ব্রহ্মচারী। প্রধান বক্তা ছিলেন প্রভাষক পলাশ কান্তি নাথ। মহান অতিথি ছিলেন শ্রীযুত সুমন কুমার বনিক। ভাগবতীয় বক্তব্য রাখেন শ্রীযুত বাসু চৌধুরী। শপথবাক্য পাঠ করান শীযুত মানস চক্রবর্তী। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুত লিটন মহাজন, ডা: মানিক দেব নাথ। সংবর্ধিত অতিথি ছিলেন শ্রীযুত উজ্জ্বল নাথ, শ্রীযুত সজল চক্রবর্তী, ডা: শ্রীযুত এস কে রায় নান্টু, শ্রীযুত দিপু বনিক, শ্রীযুত নান্টু কুমার দাশ।
এতে বক্তব্য রাখেন অমিত ভৌমিক সৈকত, সহ- সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল শীল, সহ- অর্থ সম্পাদক শ্রীযুত উজ্জ্বল দে, নির্বাহী সদস্য শ্রীযুত রুবেল বিশ্বাস, শ্রীযুত অমর চন্দ্র দে, সহ দপ্তর সম্পাদক, শ্রীযুত প্রিয়রঞ্জন ভট্টাচার্য, শ্রীযুত সনজয় নাথ, সনজয সাহা, পন্ডিত তরুন কৃষ্ণ আচার্য, শ্রীযুত টিটু মহাজন, শ্রী যীশু দত্ত, সনজিত দে, শ্রীযুত তাপস নাগ, শ্রীযুত রবিন চন্দ্র দে, অন্তর দে, সুয়াবিল ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply