
মামুন মোল্যা, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় অবৈধভাবে ভূমি থেকে মাটি কাঁটার দায়ে ২ ব্যক্তি কে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কালিয়া উপজেলার বাকাঁ এলাকার মোস্তাফিজুর রহমান ভুলুকে ৫০ হাজার টাকা এবং রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্টরা কোনো ধরনের অনুমতি ছাড়াই ভূমি থেকে মাটি কেঁটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply