
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ (সদর–আলমডাঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা বিশ্বাস মিলি।
বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের দপ্তর থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীর পক্ষে জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম
এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যেই অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় রাজনৈতিক অঙ্গনে প্রার্থিতা নিয়ে তৎপরতা ক্রমেই বাড়ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply