
মোঃ নাজমুল ইসলাম (মিলন), দিনাজপুর প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশে আগমন উপলক্ষে স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
২৩ ডিসেম্বর বিকাল ৪ টায় আনন্দ মিছিলটি পৌর শহরের সেলিম মটরর্স এর সামনে পৌচালে জিয়া সাইবার ফোর্স বীরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ন আহবায়ক শাজাহান চৌধুরী (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গীর তাৎক্ষণিক তাকে বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শাহজাহান চৌধুরী মোহনপুর ইউনিয়নের কৃষ্ণনগর চৌধুরীপাড়া গ্রামের মৃত মুক্তার আলী চৌধুরীর পুত্র।
বীরগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অমৃত রায় জানায়, হাসপাতালে নেওয়ার পূর্বেই সে মারা যায়।
বীরগঞ্জ থানার ওসি তদন্ত শিহাব উদ্দীন জানায়, সংবাদটি পেয়েছি তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।
দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু জানায়, শাহজাহান চৌধুরী বিএনপি’র নিবেদিত একজন কর্মী।
দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, তার মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক।
শাজাহান চোধুরীর নামাজে জানাজা আগামীকাল বুধবার দুপুর ২-৩০ মিনিটে চৌধুরী হাট শাহাপাড়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply