
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ওআলমডাঙ্গায় “মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠুক আগামীর প্রজন্ম”—এই লক্ষ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও আলমডাঙ্গা সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস)-এর আয়োজনে ‘আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ শুরু হয়ে ১২ টায় শেষ হয় । এবারের মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষা ব্যবস্থার তিনটি মূল ধারা—সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে জি, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা মিলিয়ে মোট ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন শ্রেণির সর্বমোট ৭৩০ জন পরীক্ষার্থী এই প্রতিযোগিতামূলক মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। তিনি প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার মান ও সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানো সময়ের দাবি। আইইএস-এর এই আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
ইসলামিক এডুকেশন সোসাইটির স্থানীয় নেতৃবৃন্দ জানান, কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম উপহার দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। দুই ভ্যানুতে ৬১টি প্রতিষ্ঠানে ৭৩০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা কেন্দ্রে ২৪ টি প্রতিষ্ঠানের ৩৮৪ জন ও আলমডাঙ্গা কেন্দ্রে ৩৭ টি প্রতিষ্ঠানের ৩৪৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজক কমিটি। চুয়াডাঙ্গা কেন্দ্র পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গা জেলা আমীর মো: রুহুল আমিন, জেলা সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী,আলমডাঙ্গা কেন্দ্র পরিদর্শন করেন আলমডাঙ্গা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply