বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
’রবি ওয়াইফাই’ কিনে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ শীতের পোশাকের যত্ন জনতা ব্যাংকের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের পাঁচটি নতুন মামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট সিলেট টিটিসিতে অনিয়ম-দুর্নীতি ঢাকতেই সাংবাদিকদের ওপর অধ্যক্ষ ও ইন্সট্রাক্টরের নিষেধাজ্ঞা আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ঢাকার মোহাম্মদপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহার ভুক্ত আসামি আয়েশা গ্রেপ্তার হরিপুরে সাংবাদিকদের সহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫: এতদিন টেলিফটো ফটোগ্রাফি মানেই ছিল দামি ডিএসএলআর ক্যামেরা, অত্যাধুনিক লেন্স এবং ভারী সরঞ্জামের ঝামেলা। সেই ধারণা বদলে দিতে প্রস্তুত গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। বিখ্যাত অপটিকস প্রস্তুতকারক জাইস-এর সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে ভিভো এক্স৩০০ প্রো ও জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। এখন লাখ টাকা খরচ ছাড়াই হাতে থাকা এক্স৩০০ প্রো দিয়েই দিব্যি করা যাচ্ছে পেশাদার ওয়াইল্ডলাইফ ও লং-ডিস্ট্যান্স ফটোগ্রাফি। জাইস-এর সহযোগিতায় তৈরি এই কিট ফোনের জুম ক্ষমতা বাড়ায় ২০০ গুণ পর্যন্ত।

ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বল-গ্রেড ক্যামেরা, যা দূরের বিষয় জুম করলেও ছবি থাকে স্থির ও পরিষ্কার। ফোনটিতে জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট যুক্ত হলে পাওয়া যায় ২০০ মিমি টেলিফটো রেঞ্জ। ফলে দূরের দৃশ্য, স্টেজ শো বা চলমান মুহূর্ত আরও স্পষ্টভাবে ফ্রেমবন্দি করে। এছাড়াও, এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এইচপিবি সেন্সরকে পুরোপুরি কাজে লাগিয়ে এই এক্সটেন্ডার কিট উচ্চ রেজোলিউশনের ছবি নিশ্চিত করে।

এক্স৩০০ প্রো-তে রয়েছে ১২০ এফপিএস পর্যন্ত ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা। এক্সটেন্ডার কিট যুক্ত করে মোশন শট, স্টেজ শট বা ওয়াইল্ডলাইফ ভিডিও আরও স্থির ও স্পষ্টভাবে ধারণ করা যায়। উন্নত ইমেজিং কোয়ালিটির জন্য এক্স৩০০ প্রো-তে আছে ডেডিকেটেড ভিথ্রি+ চিপ, যা কিটের সহযোগিতায় প্রতিটি ছবি ও ভিডিওতে যোগ করে প্রফেশনাল ডেপথ ও ডিটেইল।

এক্সটেন্ডার কিটটির ওজন মাত্র ২১০ গ্রাম হওয়ায় এটি একদম হালকা ও সহজে বহনযোগ্য। এটি দিয়ে ন্যূনতম ১ মিটার ফোকাস দূরত্বে কাছের বস্তু থেকেও সূক্ষ্ম ডিটেইল ধারণ করা যায়। এছাড়া এতে আছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় স্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

এক্স৩০০ প্রো-এর জন্য বিশেষভাবে তৈরি এই গ্রিপ কিটে আছে টাইপ-সি পোর্ট। যা, দ্রুত সংযোগ এবং প্রফেশনাল হ্যান্ডলিং নিশ্চিত করে। এছাড়াও, ফটো ও ভিডিও শুটিংয়ের জন্য গ্রিপে জুম লিভার, কন্ট্রোল ডায়াল, শাটার এবং ভিডিও রেকর্ডিং বাটন আছে। এছাড়াও, কিটের সাথে থাকছে ফিল্টার অ্যাডাপ্টার রিং, ডেকোরেটিভ রিং, ফোন কেস, নেক স্ট্র্যাপ এবং কুইক-রিলিজ হুক। যা, বাইরে শুটিংয়ের জন্য নিরাপদে বহন এবং সহজেই ব্যবহারে দেয় পূর্ণ অভিজ্ঞতা।

ফটোগ্রাফিতে ব্যক্তিগত স্টাইল যোগ করে প্রফেশনাল কাজকে নতুন মাত্রা দিবে ভিভো এক্স৩০০ প্রো এবং জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। দেশের বাজারে এক্স৩০০ প্রো পাওয়া যাচ্ছে ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে, যার মূল্য ১,৪৯,৯৯৯ টাকা। সাথে জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের মূল্য ২৮,৯৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS