মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: এক নতুন উদ্দীপনা ও প্রত্যাশার মাঝে সোমবার, ১৭ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ কামাল হোসেন মহোদয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। একই দিনে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।
নতুন জেলা প্রশাসকের যোগদানকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা প্রশাসন কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে জেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানান।
নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলার সকল সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও, বেসরকারি সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের সাধারণ জনগণ নতুন ডিসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তৃতায় মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সরকারের লক্ষ্যসমূহ বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। এই মহতী উদ্যোগে তিনি জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
জেলা প্রশাসক তাঁর নতুন কার্যকালের মাধ্যমে চুয়াডাঙ্গার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জেলাবাসী আশাবাদী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply