হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: উপজেলার ভূমি অফিসের প্রচিরের মধ্যে দক্ষিন দেওয়াল সংলগ্ন অনেক গুলো মুল্যবান কাঠের গোড়া, ডাল, পরিত্যাক্ত খোলা আকাশের নিচে রোদ বৃষ্ঠিতে ভিজে পচে নষ্ট হতে চলেছে। কাঁচা পাকা রাস্তার দুইদিক বা ধারে গাছ কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়ে। জনসাধারণ চলা চলে জন দুর্ভোগ বৃদ্ধি পায়। তাতক্ষনিক ভাবে এলাকার জনসাধারণ পড়ে যাওয়া গাছ গুলো কেটে দুই দিকে সরিয়ে দেয়। উপজেলা ভুমিঅফিস সেই গাছের কাঠগুলো এনে অফিসের একদিকে স্তুপ জমা করে রাখে ।
এব্যাপারে ভুমি অফিসের নাজির কাম কেসিয়ার মোঃ সাকিব উদ্দিন এর সহিত যোগাযোগ করলে এ বিষয়ে কোন সঠিক উত্তর দিতে পারেননি।
অপর দিকে উপজেলা র্নিবাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণের সহিত যোগাযোগ করলে প্রতিবেদকে অবহিত করেন যে, মুল্য র্নিধারনের জন্য বন বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। মুল্য তালিকা পেলে অনুমোদনের জন্য জেলা কমিটিতে পঠানো হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply