মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের মধুমতি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের কলেজের প্রভাষক দিপংকর বিশ্বাসের নিকট চাঁদা দাবী করে মারপিট ও পাঁ কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
১৯ অক্টোবর ( রবিবার) রাত সাড়ে ৮টার দিকে কালিপূজা উপলক্ষে বিভিন্ন আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে বাড়ি যাওয়ার পথে খামার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ( আইচপাড়া স্কুল) সামনে মোটরসাইকেল ঠেকিয়ে ১লক্ষ ৫০ হাজার টাকা চাদাঁ দাবি করে। চাদাঁ দিতে রাজি না হওয়ায়; চাদাঁবাজ ও হামলাকারীরা, ১ জসিম মোল্যা (২৫) পিতা ;- শহিদ মোল্যা, ২ লিটন মোল্যা (৩৮) পিতা :-মো :- লিয়াকত মোল্যা, ৩ মো: নুর মিয়া শেখ (৫০) পিতা:- মৃত ইউসুফ , ৪ মো:-সিহাব মোল্যা (২৩)পিতা: শাহিদ মোল্যা উভায় গ্রাম আইচপাড়া। তাদের হাতে থাকা রামদা, কুড়াল,সেভেনগিয়ার, কাঠের রুল ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট এবং ডান পাঁয়ের হাঠুর নিচে রামদায়ের কোপে গুরুতর জখম হয় । তিনি চাদাঁ দিতে রাজি হলে মারপিট বন্ধ করে। চাদাঁর বিষয়ে কাউকে যেন না বলে এবং তাদের আগামীকাল চাদাঁ না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। হামলাকারীরা জখম অবস্থায় তাকে তার বাড়ির পাশে রেখে যায়। এখন তিনি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো: আশিকুর রহমান বলেন, এ বিষয়ে অবগত আছি এবং এ ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি থানায় একটি অভিয়োগ করেন। উর্ধতন কর্মকর্তা সার্কেল অফিসার তদন্ত করছেন। এ ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply