শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় প্রান্তিক প্রকাশ প্রগতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা ক্রাফটসম্যান ফুটওয়্যারের কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত তৃতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা ব্যাংকের মানবতন্ত্র চর্চা ও কবিদের মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী হবিগঞ্জের যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষায় কাজ করছে পুলিশ, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে গ্রেপ্তার ১৫১ বজ্রসহ বৃষ্টি হতে পারে ২ বিভাগে ক্যারিয়ার কার্নিভাল ২০২৫: কর্মসংস্থানের পথে কক্সবাজারের তরুণদের নতুন যাত্রা কালিয়ায় শ্রমিকের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ ব্রীজ নির্মাণ কোম্পানি ও ঠিকাদারের বিরুদ্ধে

গৌতম কুমার বিশ্বাসকে এসপি হিসেবে পদায়নের আদেশের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়নের আদেশের প্রতিবাদে আজ রবিবার সকালে চুয়াডাঙ্গায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘চুয়াডাঙ্গাবাসীর’ ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, এবং চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর ২ নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৫ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান।

বক্তারা অভিযোগ করে বলেন যে গৌতম কুমার বিশ্বাস বিএনপি-জামায়াতের নেতাদের কঠোরভাবে নির্যাতন ও হয়রানি করেছেন। তারা তাকে ‘ফ্যাসিস্ট হাসিনা দোষর আওয়ামী স্বৈরাচারীর’ সহযোগী হিসেবেও আখ্যায়িত করেন। বক্তারা আরও বলেন, “আমরা হতবাক হয়ে যাই সে জুলাই অভ্যুত্থানের পরও স্বৈরাচারী দোসররা কেন এসপি পদে পদোন্নতি পায়।” তারা গৌতম কুমার বিশ্বাসকে শেখ হাসিনার পক্ষে কাজ করা একজন পুলিশ কর্মকর্তা হিসেবেও উল্লেখ করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে গৌতম কুমার বিশ্বাসকে পুলিশ সুপার হিসেবে পদায়নের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS