শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় প্রান্তিক প্রকাশ প্রগতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা ক্রাফটসম্যান ফুটওয়্যারের কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত তৃতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা ব্যাংকের মানবতন্ত্র চর্চা ও কবিদের মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী হবিগঞ্জের যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষায় কাজ করছে পুলিশ, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে গ্রেপ্তার ১৫১ বজ্রসহ বৃষ্টি হতে পারে ২ বিভাগে ক্যারিয়ার কার্নিভাল ২০২৫: কর্মসংস্থানের পথে কক্সবাজারের তরুণদের নতুন যাত্রা কালিয়ায় শ্রমিকের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ ব্রীজ নির্মাণ কোম্পানি ও ঠিকাদারের বিরুদ্ধে

কালিয়ার মাউলী গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩, থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 নড়াইল থেকে মামুন মোল্যা 

নড়াইলের কালিয়া উপজেলা মাউলী গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে  আহত হয়েছে ৩ জন এবং থানায় ১টি অভিযোগ হয়েছে। 

১১ সেপ্টেম্বর ( বৃহৎপতিবার)  সকাল দশটায় মো : শফিকুল ইসলামের জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে,  মো : দিদার মোল্লার লোকজন। তখন এ সংঘর্ষের সৃষ্টি হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শফিকুল ইসলাম (৪২), পিতা- মোঃ আফসার উদ্দিন বাদী হয়ে থানায় একটি  অভিযোগ করে। অভিযুক্তরা হলেন একই গ্রামের মোঃ দিদার মোল্যা (৪৩), পিতা- তিলাব হোসেন মোল্যা অরফে বাসি, সালমান মোল্যা (৩০), পিতা-জামাল মোল্যা,  জামাল মোল্যা (৪০), পিতা-তিলাব হোসেন অরফে বাসি,  ইমরান মোল্যা (৪০), পিতা- মৃত ওমর মোল্যা,  আজাদ মোল্যা (৩৮), পিতা- মৃত বাহিম মোল্যা, তিলাব হোসেন অরফে বাসি মোল্যা (৬০), পিতা- মৃত গাধু মোল্যা, পলাশ মোল্যা (৩০), পিতা- বাহিম মোল্যা, ৮। গফুর মোল্যা (৩৫), পিতা- মৃত নুরুল হক মোল্যা।

অভিযোগে উল্লেখ্য তারা অত্যান্ত লাঠিয়াল, সন্ত্রাস, এবং অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। আমার পৈত্রিক সূত্রে পাওয়া মাউলী মৌজার ৩৪৪৮ নং দাগে ১৪ শতাংশ জমি। এ জমি পৈত্রিক সূত্রে ভোগ দখল করি। গত ৮ মাস আগে ৮ নং বিবাদী উক্ত জমি দাবি করে আদালতে ১৪৪ মামলা করে। আদালত উভয় পক্ষের কাগজ পত্র দেখে আমার পক্ষে রায় প্রদান করে।  ১১/০৯/২০২৫ তারিখে সকাল অনুমান ৮.৩০ মিনিট  ৮নং বিবাদী অন্যান্য সকল বিবাদীদেরকে ভাড়া করে উক্ত জমি জোর পূর্বক দখল নিতে পাঠায়। তখন বিষয়টি আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে উক্ত জমি নিয়ে পুনারয় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের কাগজ পত্র দেখে সমাধান করে দেওয়ার কথা বলে আগামী ১৩/০৯/২০২৫  তারিখ শালিশ করে দেওয়ার কথা বলে। কিন্তু তারা তাদের কথা অমান্য করে একই তারিখ সকাল অনুমান ১০টার সময় লোহার রড, রামদা, স্যানদা, লোহার সাবল, হকিষ্টিক, বাশের লাঠি নিয়ে উক্ত জমিতে এসে উক্ত জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করে। আমি এবং আমার ছোট ভাই তাদের কে ঠেকাতে গেলে ২নং বিবাদী তার হাতে থাকা হকিষ্টিক দিয়ে খুন করার উদ্দেশ্যে আমার ছোট ভাইয়ের মাথায় বাড়ি মারে, যাহাতে আমার ছোট ভাইয়ের মাথায় গুরুত্বর হাড় ফাটা রক্তাক্ত জখম হয়। তখন আমার ছোট ভাই মাটিতে পড়ে গেলে ৩ ও ৪নং বিবাদী তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছোট ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে মারাত্বক  জখম করে। আমার এবং ছোট ভাইয়ের  চিৎকারে আমার পিতা ছুটে আসিলে তারা আমার পিতাকে এলোপাতাড়ি কিল, ঘুসি, চড় থাপ্পড় মেরে জখম করে। উক্ত ঘটনার বিষয়ে স্বাক্ষী- ১। মোঃ নাজমুল মোল্যা (৩২), পিতা- মৃত আশরাফ মোল্যা, ২। আলামিন মোল্যা (৫৫), পিতা- মৃত আব্দুল মজিদ মোল্যা। স্বাক্ষীদের সহযোগীতায় আমার ছোট বাইকে গুরুত্বর জখমকৃত অবস্থায় উদ্ধার করিয়া লোহাগড়া উপজেলা স্বাস্থকমপ্লেক্সে  ভর্তি করা হয়। 

এ বিষয়ে সরজিম গিয়ে জানা যায়, মোঃ শফিকুল ইসলামের জমি মোঃ দিদার মোল্যারা কিছুটা পাবে বলে দাবি করে। এ বিষয়ে মোঃ দিদার মোল্যার গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা জামি মেপে বুঝে দেওয়ার সময় বেধে দেয়। সেই সময় অমান্য করে জোরপূর্বক দখলে আসার চেষ্টা করলে মোঃ শফিকুল ইসলাম বাধা দেয়। তখন মোঃ দিদার মোল্যার পক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে ৩ জন গুরুতর আহত হয়।  এ বিষয়ে মো : দিদার মোল্লা কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অনিচ্ছা প্রকাশ করেন।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মো : শফিকুল ইসলাম নামে একজন বাদী হয়ে ১টি অভিযোগ করেছে। এ অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS