শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হারুন আল রশিদ খান চলতি বছরের অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি কমিউনিটি ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে কৃষি সেবায় ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম জারি সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে সারাদেশে আটক ১৪৯ জন খাগড়াছড়ির গুইমারায় নিরীহ ৩ নাগরিককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ লভ্যাংশ ঘোষণা একমি পেস্টিসাইডসের লভ্যাংশ ঘোষণা এশিয়াটিক ল্যাবরেটরিজের

নানা আয়োজনে এনডিপির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার – নানা কর্মসূচির মধ্য দিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি তাদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

দিনটি উপলক্ষে সকালে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ের জননেতা আনোয়ার জাহিদ মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান আয়োজন করা হয়। এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা রাজু, হায়াত মাহমুদ, সহকারী মহাসচিব রেজাউল করিম রিপন, নির্বাহী সদস্য মিজানুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

এছাড়া ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য দেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা। অসুস্থতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি।

বক্তব্যের শুরুতে মো. মঞ্জুর হোসেন ঈসা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আনোয়ার জাহিদ ও প্রতিষ্ঠাতা মহাসচিব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। একই সঙ্গে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ ভাষাসৈনিক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিমসহ সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঈসা বলেন, “৩৬ বছর আগে ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে এনডিপির আত্মপ্রকাশ ঘটে। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এনডিপি জন্মলগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রজন্মের কাছে এ সংগ্রামের ধারাবাহিকতা তুলে ধরা আমাদের দায়িত্ব।”

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩৬ বছরের পথচলায় এনডিপি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও দলটি গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS