বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মঈনুল কবীর এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ডিএসই পর্ষদে ২ পরিচালক নির্বাচিত ৬৬ হাজার কোটি টাকার বেশি সম্পদ ফ্রিজ ও সংযুক্ত করা হয়েছে বিদেশি বিনিয়োগে বাংলাদেশে ধারাবাহিক সংস্কার চলছে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত গ্রাহকের আমানত ফেরতের দায় ব্যাংকের ওপরই: কেন্দ্রীয় ব্যাংক কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) বিএনপি মনোনীত শরীফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ডাইমেনসিটি ৯৫০০–এর শক্তিতে ভিভো এক্স৩০০ প্রো ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত Price Sensitive Information of BDCOM Online Ltd.

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের আঘাতে নিহত ১ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ Time View

নড়াইলের কালিয়া উপজেলা ৪ নং মাউলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চান্দেরচর পশ্চিম পড়ার বাসিন্দা মো : দেলবার মোল্লা ( দেলোয়ার) ৭৫  প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছে বলে তার পরিবারের অভিযোগ।

তাদের পরিবারিক সূত্রে জানা যায়,২৫ আগষ্ট (সোমবার) রাত ৮টার দিকে চান্দেরচর বাজার থেকে হাফ কিলোমিটার পশ্চিমে  অবস্থিত রাস্তার পাশে দেলবারের বড় ছেলে মোস্তফার ১ম ছেলে ইসমাইল মোল্যার বৌ খাদিজা  কে কেন্দ্র করে  সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সংঘর্ষে দেলবার মোল্লা গুরুত্বর আহত হয়। চান্দেরচর বাজারে প্রথমিক চিকিৎসা পর তার অবস্থা আশংকা জনক হওয়ায় খুলনা আড়াইশো বেডে ভর্তি করা হয়। ১লা সেপ্টেম্বর দিবাগত রাত ১টায়  খুলনা আড়াইশ বেড়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । তারা আরো বলেন অভিযুক্তকারী  নাজমুল (৩৮) কারিমুল (৪৫) আলী শেখ ( ৪০)  আবু হুরায়রা (২০)  মনিরা (১৭) সুরাইয়া (১৬)  মঞ্জিলা বেগম ( ৩৫)  ফেরদৌসি বেগম (৪০)।

সরজিম গিয়ে জানা যায়, ভিন্ন চিত্র,  নাম বলতে অনিচ্ছুক অনেক ব্যক্তিরা বলেন, ২ পক্ষই আত্মীয় স্বজন। দীর্ঘদিন ধরে ছোটখাটো বিষয় নিয়ে লেগেই থাকে। ২৫ আগষ্ট সোমবার সন্ধায় আবারো কলহের সৃষ্টি হয়। এই সময়ে বৃদ্ধা দেলবার মোল্লা রাস্তায় এসে দাঁড়ালে ইজিবাইকের সাথে এক্সিডেন্ট করে। এ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাকে খুলনা আড়াইশো বেডে ভর্তি করা হয়। সেখান থেকে তিনি গত ১তারিখ দিবাগত রাতে মৃত্যুবরন করেন।

এ বিষয়ে বিবাদী কারিমুল ইসলাম বলেন, আমি নড়াইল সদর উপজেলা বুড়িখালী সরোয়ার নাহার কওমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। ২৫ তারিখ সোমবার  রাত ৮ ৩০ মিনিটে বাড়ি থেকে ফোন করে বলে বাড়িতে সমস্যা হয়েছে । আমি মাদ্রাসা ক্যাশিয়ার কে বললে তিনি সভাপতি কে বলে ছুটি দেন এবং রাতে গাড়ি না পাওয়ায় ক্যাশিয়ারের নিজস্ব মোটরসাইকেল থাকায় তিনাকে নিয়ে চান্দেরচর আসি। বাড়ি এসে জানতে পারি  আমার মেয়েকে জামায়ের চাচা চাচিরা মারছে কেন? জামায় চান্দেরচর বাজার থেকে বাড়িতে এসে জানতে চাইলে তাকে বেধড়ক মারপিট করলে এই সময় দেলবার মোল্লা তার বাড়ি থেকে আসার সময় অজ্ঞাত ইজিবাইক এক্সিডেন্ট করে চলে যায়। মানুষের চিৎকার শুনে আমার দুই ভাই ও ছোট ভাইয়ের ছেলে ছুটে আসে কি হয়েছে?  এসে জানতে পারে ইজিবাইকে এক্সিডেন্ট করেছে। কোনদিক গাড়ি গেছে জানতে পারে বাজারের দিকে গেছে। ইজিবাইকের চালক কে খুঁজতে আমার  ভাই, ভাইয়ের ছেলে বাজারের দিকে এলে দেলবার মোল্লার ছেলেরা তাদেরকে অতর্কিত ভাবে হামলা করে। এ হামলায় তারা গুরুত্বর আহত হয় এবং থানায় অভিযোগ করা হয়। দেলবার মোল্লা খুলনা আড়াইশো বেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই মৃত্যুর দায় এখন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সঠিক ভাবে সাংবাদিক ও প্রশাসন তদন্ত করলে জানতে পারবে আসল রহস্য কি?     

এ বিষয়ে মাদ্রাসার ক্যাশিয়ার মো : আনিসুর রহমান খান বলেন, ২৫ আগষ্ট সোমবার রাত সাড়ে আটার দিকে শিক্ষক কারিমুল ছুটি চাই। কি কারণে এতো রাতে ছুটি লাগবে? তিনি বলেন বাড়ি সমস্যা হয়েছে। তখন গাড়ি পাওয়া ও যাচ্ছে না। তখন আমি মোটরসাইকেলে করে তাকে তার বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে জানতে পারি পারিবারিক কলহ কে কেন্দ্র করে দেবলার মোল্লা রাস্তায় বাহির হয়। তখন একটি অজ্ঞাত ইজিবাইকের সঙ্গে এক্সিডেন্ট করে বলে জানতে পারি। 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মো : আসাদুজ্জামান বলেন, এ ঘটনা ২৫ আগষ্ট ঘটলেও তিনি ১ তারিখ দিবাগত রাত ১টায়  চিকিৎসারত  অবস্থায় খুলনা আড়াইশো বেডে মৃত্যুবরন করেন। এ বিষয়ে এলাকার পরিস্থিতি এখনও সাভাবিক রয়েছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েল করেছে। মামলা নম্বর  ৭/৫৬ এবং আসামীদের ধরার  চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS