বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

আইইবি’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর Extra-Ordinary General Meeting (EOGM) ১০ মে ২০২৫ খ্রি. রোজ শনিবার বিকাল ৩:০০ টায় আইইবি সদর দফতর রমনা ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত EOGM-এ সভাপতিত্ব করেন আইইবি’র সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।

সভায় উপস্থিত ছিলেন আইইবি’র নির্বাহী সদস্যগণ। উপস্থিত সদস্যগণ হলেন, প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) আইইবি, প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) আইইবি, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূইয়া, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) আইইবি, প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল-হাসান (তমাল), ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) আইইবি, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি, প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) আইইবি, প্রকৌশলী মো. নূর আমিন, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) আইইবি, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) আইইবি, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) আইইবি। Extra-Ordinary General Meeting (EOGM)-এ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ১৮০০ এর অধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন। উপস্থিত প্রকৌশলীদের মধ্যে হতে ২৬ জন প্রকৌশলী বক্তব্য রাখেন।

আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান EOGM-এর পরিপ্রেক্ষিত বর্ণনা করে বলেন,- ‘আইইবি’র সর্বশেষ কমিটির মেয়াদ ছিল ২০২৩-২০২৫। বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব হচ্ছে একটি স্বচ্ছ ও পরিশুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করে আইইবি’র গঠনতন্ত্র অনুযায়ী একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। সে লক্ষ্যেই বর্তমান কমিটি আগামী ৩০ জুন, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে একটি স্বচ্ছ ও পরিশুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করে আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে আইইবি’র গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।’

উক্ত EOGM-এ অধিকাংশ বক্তা তাঁদের বক্তব্যে বলেন, আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) তে যে নজিরবিহীন নেক্কারজনক হামলা হয়েছে, ইতোপূর্বে আইইবি’র ইতিহাসে এমন হামলা কখনো হয়নি। এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইইবি’র কালো তালিকাভুক্ত করা, সদস্যপদ স্থগিত ও আইইবি’র আগামী নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার দাবী জানান।

আইইবি’র সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত EOGM-এ উপস্থিত আইইবি’র সদস্য প্রকৌশলীগণের আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়- আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে আইইবি’র পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS