নিজস্ব প্রতিবেদকঃ ৭ মে বুধবার দুপুরে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিবের কার্যালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবদুল খালেক, বাংলাদেশ কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারি সংযুক্ত পরিষদের সভাপতি মোঃ মাহে আলম, বাংলাদেশ ১৭-২০ তম গ্রেড সরকারি কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ রফিকুল আলমসহ সচিবালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সচিবালয়ের নিয়োগবিধি প্রণয়ন ও সচিবালয়ের বাহিরে বদলি, নিয়োগবিধি প্রণয়নসহ উক্ত সংগঠনগুলোর পেশকৃত দাবি নিয়ে আলোচনা হয় এবং আলোচনাকালে দাবি বাস্তবায়নে তাঁদের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন মাননীয় সচিব। এছাড়াও উক্ত আলোচনার সময় উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply