দুর্নীতির মামলায় দণ্ডাদেশ প্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন। আজ দুপুর সোয়া ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বলে তাঁর ব্যক্তিগত সচিব জানান।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করে। পরে তিনি সরাসরি পুরান ঢাকায় একটি জানাজায় অংশ নিতে যান।
অগোচরে সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমকে ১০ বছর সাজা বহাল রাখে হাইকোর্ট। গত ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।পরে রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলে তিনি গত ২ মে’র মধ্যেই দেশ ছাড়েন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply