নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী পরিষদের সভা জাতীয় প্রেস ক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম।
সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস, দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে বিরাজমান সমস্যা, বেতন ভাতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বলা হয়, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিতে স্বল্প আয়ের অস্বচ্ছল সাংবাদিকরা নানাবিধ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। তাই আসন্ন পবিত্র রমজান মাসের শুরুতেই চলতি মাসের বেতনসহ বকেয়া বেতন ভাতা পরিশোধে সকল গণমাধ্যমের কর্তৃপকখের প্রতি দাবি জানানো হয়।
নির্বাহী পরিষদের সভায় বাসস-এর এমডিকে ফ্যাসিবাদের দোসর অভিহিত করে বলা হয়, তিনি একদিকে পতিত হাসিনা সরকারের আমলে বাসসে সংঘটিত অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্মের বৈধতা দিচ্ছেন অন্যদিকে যারা বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের হেনস্তা করে নিজস্ব বলয় তৈরি করছেন।
সভায় বলা হয়, বিগত জানুয়ারি মাসের ২৮ তারিখে বাসস ইউনিটের একটি সভা ও ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতির ঘোষণায় বাসস এমডি মাহবুব মোর্শেদ যে চিঠি ইস্যু করেছে তা চরম দৃষ্টতা ছাড়া কিছুই নয়। ডিইউজে-কে পরোক্ষভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সংস্থায় দেয়া চিঠির ব্যাপারে ক্ষমা ও দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার না করায়মআগামী ৫ মার্চ বেলা ১১ টায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নয়া হয়। সভায় বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বাসস ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহাবুব মোর্শেদের ডিইউজের ঐতিহ্য, সুনাম ও মর্যাদাহানিকর কর্মকাণ্ড অব্যাহত থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়া বর্তমান সরকারের আমলে বাসসে বিগত ফ্যাসিবাদী আমলের অনিয়ম-দুর্নীতি-লুঠপাটের তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply