দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের পথসভায় পথসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বলেন, বিগত সাড়ে ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে, আগে তারা টাকা পাঠিয়েছে পড়ে তারা টাকার পিছনে সেখানে গিয়ে হাজির হয়েছে।
সাড়ে ১৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারি নাই সে পতন ঘটিয়ে যে সন্তানেরা আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিল, এদেশের মানুষকে মুক্ত পরিবেশ তৈরি করে দিল তাদেরকে ধন্যবাদ জানাই।
যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভিতর তুমুলঝড়, বুক পেতে দিয়েছি গুলি কর, সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামীর বাংলাদেশ শুধু জামাত না দেশবাসী তুলে দিতে চায়।
৩০ ডিসেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারি আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
পথ সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহি পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহাবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ.কে.এম.কাউসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ সভাপতি রাশেদুন্নবী বাবু, সহ সেক্রেটারি এস.এম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মন্জুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি কে এম দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে প্রধাণ অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের দলীয় প্রার্থী ও দিনাজপুর জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য ও বীরগঞ্জ উপজেলার উত্তরের আমির সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা খোদা বখস (রহ) এর দলুয়ায় কবর যিয়ারত ও মরহুমের পরিবারের সাথে সাক্ষাত করেন।
উলেক্ষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে অংশগ্রহণ ও সাংগঠনিক বক্তব্য দিয়ে বীরগঞ্জের উদ্দেশে রওয়ানা দেয়। এসময় তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply