শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

আনন্দ-উচ্ছ্বাসে বাচসাস’র পরিবার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ আনন্দ-উচ্ছ্বাসে বাচসাস’র পরিবার দিবস উদযাপন দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভার থানা সংলগ্ন বংশী নদীর তীরে ‘নীলা-বর্ষা রিভারকুইন পার্ক’-এ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন বাচসাস সদস্য ও সংস্কৃতি অঙ্গণের শিল্পী ও কলাকুশলীরা।

এসময় খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ার বেগমকে বাচসাসের সাবেক সভাপতি আব্দুর রহমান, বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বাচসাসের সদস্য, পরিবার এবং সংস্কৃতি অঙ্গণের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, ‘নির্বাচিত হওয়ার দেড় মাসের মধ্যে বাচসাসের সদস্য ও পরিবারসহ হাজার অতিথি নিয়ে ‘বাচসাস পরিবার দিবস-২০২৪’ আয়োজন চ্যালেঞ্জের ছিল। এই দিবস সফল হতো না, যদি না মহান আল্লাহর রহমত না থাকত, যদি না সদস্য, পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা না পেতাম। চেষ্টা করেছি, সবাইকে সুন্দর একটি দিন উপহার দিতে। বাচসাস পরিবারের সদস্য ও সংস্কৃতি অঙ্গণের সবাই নিয়ে আনন্দময় একটি দিন কাটাতে পেরে ভালো লাগছে।’ সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘সাধারণ সদস্যরাই বাচসাসের প্রাণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার। সবাই একসঙ্গে আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। পরিবার দিবস আমাদের কাছে বড় একটি উৎসবের মতো। সারা বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। সবার সহযোগিতার একসঙ্গে পরিবার নিয়ে উপস্থিত হতে পেরে অনেক আনন্দ লাগছে।’

বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী নানা আয়োজন ছিল। সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র‌্যাফেল ড্রয়ে সকল বয়সের উপস্থিতিরা মেতে ছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পরিবার দিবসের অন্যতম আকর্ষণ। এতে গান পরিবেশন করেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা, শাহনাজ রহমান স্বীকৃতি, অন্তর শোবিজের চেয়ারম্যান ও সংগীতশিল্পী স্বপন চৌধুরী, দেশ খান প্রমুখ। তাদের সুরের ঝঙ্কার মেতে উঠেন বাচসাস সদস্য ও হাজারো অতিথি। পরিবার দিবসের আহবায়ক ছিলেন লিটন রহমান ও সদস্য সচিব দুলাল খান। পরিবার দিবসে বাচসাস সদস্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, নন্দিত অভিনেত্রী আনোয়ারা বেগম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, নির্বাহী সদস্য সনি রহমান, সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, কায়েস আরজু, শ্রাবণ শাহ, অভিনেত্রী নাসরিন, সোহানা সাবা, চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী, আলী জুলফিকার জাহেদী, রাজ রিপা, শিশির সরদার, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, ইউসুফ প্রমুখ।

বাচসাস পরিবার দিবসে সহযোগিতা করেছে—চ্যানেল আই, ইউএস-বাংলা এয়ারলাইন্স, প্যান প্যাসিফিক সোনারগাঁও, পারফেক্ট ইলেকট্রনিক্স, গোল্ড মার্ক, আইসি ফিল্মস, রেনেসাঁস হোটেল, ক্লাব ১১, ব্লু ড্রিম, খোঁজখবর, দ্য ওয়েস্টিন ঢাকা, ধ্রুব মিউজিক স্টেশন, কিউট, ভিসতা ইলেকট্রনিক্স, ম্যারেজ মিডিয়া, ই-টপ ম্যাট্রেস, প্রিমিয়ার ব্যাংক, ডায়মন্ড বাজার, নোভা ইলেকট্রিক, পূবালী ব্যাংক, খন্দকার চা, নভোএয়ার, আল-মোস্তফা গ্রুপ, বিশ্বরঙ, রং বাংলাদেশ, অঞ্জনস, কেক্রাফট, গ্রীন লাইন পরিবহন, চায়না ওয়ার্ল্ড, মেঘ, লীজান, দেশ পাবলিকেশন্স, অন্য প্রকাশ, আদ্রিয়ান ফিল্মস, বর্ষা (প্রাঃ) লিমিটেড, বিডি২৯ মাল্টিমিডিয়া, বিডি ফিল্মবাজ প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতি বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। পরিবার দিবসের আগের দিন, ২৪ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS