নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেছেন, সাংবিধানিকভাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে স্বীকৃতি দিতে হবে। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর ভূমিকা ছিল। পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর সাথে স্বাধীকার আন্দোলন থেকে স্বাধীনতার জন্য ২৩ বছর লড়াই করেছেন। স্বাধীনতার ক্ষেত্র তৈয়ার করেছিলেন মওলানা ভাসানী এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই দেশবিদেশে ছড়িয়ে পরেছিলো। এই ঘোষণায় উদ্ভোদ্ধ হয়েই দেশের মানুষ মুক্তিযুদ্ধে যাপিয়ে পড়েছিলো।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও মহাসচিব হামিদা খাতুন সেলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিবি’র মহাসচিব ইকবাল হাসান স্বপন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব টি মনি খান, এডভোকেট আবুল খালেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply