বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং UNDP এর যৌথ উদ্যোগে অদ্য ৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল ৯:৩০ ঘটিকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা তে “বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির পদ অলংকৃত করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন UNDP, Bangladesh এর Resident Representative, স্টিফান লিলার (Stefan Liller)। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব আশফাকুল ইসলাম সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।


প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তার বক্তব্যে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কেবল একটি প্রশাসনিক লক্ষ্য নয়, বরং বিচার বিভাগের সাথে জড়িত সকলের নৈতিক বাধ্যবাধকতা।

সেমিনারে মাননীয় প্রধান বিচারপতির প্রণীত বিচার বিভাগের রোডম্যাপে নৈতিকতা, দক্ষতা, জনমুখী বিচার ব্যবস্থা ও বিচারকার্যে নিয়োজিত জনবলের পারদর্শিতা বৃদ্ধিতে আলোকপাত করা হয়।


উক্ত সেমিনারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, ডিস্ট্রিক্ট জুডিসিয়ারির বিচারকবৃন্দ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ও আইন কমিশনে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS