নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসবি মোঃ মঞ্জুর হোসেন ঈসা ২৮ নভেম্বর বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ভয়ংকর মরন খেলা মেতে উঠেছে উগ্রবাদী সংগঠন ইসকন। অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীর জামিন শুনানীকে কেন্দ্র করে একজন তরুণ আইনজীবীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো তার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্যই এই হামলা চালিয়েছে তারা। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে এবং ভারতের সরকার সেই ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছে। নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে আরো বলেন, যারা ৫ই আগস্ট নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের অন্যতম নেতা সারজিস ও হাসনাত আবদুল্লাহ কেও হত্যা করার অপচেষ্টা করা হয়েছে। কারা এই ধরণের ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। এখনও যারা আওয়ামী দোসর হয়ে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে পড়ে আছে তারাই ষড়যন্ত্রকারীর পৃষ্ঠপোষকতা করছে। তাদেরকে শুধু বদলি বা পরিবর্তন করলেই কোন ফলাফল আসবে না। বরং তাদের বিরুদ্ধে ফৌজদারী আদালতে মামলা করে গ্রেফতার করার পরিকল্পনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে নেতৃবৃন্দ আহ্বান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply