নিজস্ব প্রতিনিধি: বিনা অপরাধে সৌদী আরবের রিয়াদে বিভিন্ন থানায় আটক ভৈরবের প্রবাসী ৩৯ জনের মুক্তির দাবিতে এক মানববন্ধন হয়েছে। সৌদী সরকারের পুলিশ তদন্ত করার অজুহাতে তাদেরকে ১৪ মাস যাবত রিয়াদ শহরের বিভিন্ন থানা হাজতে আটক করে রেখেছে। রিয়াদের থানার হাজতে তারা মানবেতর জীবনযাপন করছে পরিবারের অভিযোগ।
আজ সোমবার দুপুর ১২ টায় ভৈরবের লুন্দিয়া গ্রামের শীতলপাটি সেতুর উপর ৩৯ জনের পরিবার পরিজন তাদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে। এসময় আটককৃতদের পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। তারা সরকারের কাছে আকুল আবেদন করে জানিয়েছে আটককৃতদের মুক্তির ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনতে। মানববন্ধনের সময় স্বজনদের মধ্য অনেক নারী – পুরুষ কান্নাকাটি করে।
মানববন্ধনে অংশগ্রহনকারী পরিবারদের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ আগস্ট সৌদী আরবের রিয়াদ শহরের ইশারা ডিরেকশন নামক স্থানে ভৈরবের লুন্দিয়া গ্রামের প্রবাসী দুটি পক্ষ তাদের পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়া সংঘর্ষে লিপ্ত হয়। আটককৃতরা এসব বিষয়ে অবগত ছিলনা তাদের পরিবারের দাবি। ঘটনার দিন তারা রিয়াদ শহরের কর্মস্থলে কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে জানতে পারে তাদের এলাকার কতিপয় প্রবাসীরা পারিবারিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ করার পর তারা পালিয়ে গেছে। এতে এদিন কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে সৌদী আরবের সিআইডি পুলিশ এদিন ( ৪ আগস্ট ২০২৩ ইং) রাত ১০ টায় সেই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বাসা থেকে ৩৯ জনকে আটক করে রিয়াদের বিভিন্ন থানায় নিয়ে যায়। সেই সময় আটকের পর থেকে ১৪ মাস যাবত এখনও তারা থানায় আটক আছে। সৌদী সিআইডি পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। তবে ৩৯ জনের পরিবারের দাবী আটককৃতরা বাড়ীতে স্বজনদেরকে বলেছে তারা সংঘর্ষের সাথে জড়িত ছিলনা। যারা সংঘর্ষে জড়িত তারা পালিয়েছে। ১৪ মাস যাবত তারা রিয়াদের থানায় আটক থাকায় সেখানে কাজকর্ম করতে পারছেনা বা দেশেও আসতে পারছেনা। এদিকে ৩৯ জনের পরিবার তাদের স্বজনদের আয়ের টাকা না পাঠাতে পারায় পরিবারগুলি অর্থকষ্টে মানবেতর দিন কাটাচ্ছে। অপরদিকে দেশে তারা চিন্তিত হয়ে আছে, বিনা অপরাধে তাদের বিচারে সাজাও হতে পারে এমনটা শংকায় রয়েছে। তারা আমাদের সরকারের মাধ্যমে সবাইকে মুক্ত করার জন্য দাবি জানিয়েছে।
ঘটনায় ভৈরবের যারা সৌদী আরবের রিয়াদের থানায় ১৪ মাস যাবত আটক আছে তারা হলো শ্রীনগর গ্রামের কামরুল হাসান, একই গ্রামের শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, শিমুলকান্দি গ্রামের মোঃ ইমান, ছোট রাজাকাটা গ্রামের কামাল মিয়া, একই গ্রামের মাছুম মিয়া, চাঁনপুর গ্রামের লতিব মিয়া, তৌফিকুর রহমান, ছাগাইয়া গ্রামের রিজাউল ইসলাম, একই গ্রামের খায়রুল মিয়া, সোহেল রানা, মামুন মিয়া, ভবানীপুর গ্রামের মহিবুল্লাহ, সুলাইমানপুর গ্রামের আরমান মিয়া, চন্ডিবের গ্রামের পারভেজ আহমেদ, লক্ষীপুর গ্রামের শ্রবাণ আহমেদ, লুন্দিয়া গ্রামের কাইয়ূম, একই গ্রামের মোঃ হাসান, আবুল কালাম মোল্লা, সাগর মিয়া, ফারুক মিয়া, নরসিংদির বেলাব থানার সৌরভ মিয়া, লক্ষীপুর জেলার রামগন্জ উপজেলার বাউরখাড়া গ্রামের জাকির হোসেন, ভৈরবের গোছামারা গ্রামের শান্ত।
এবিষয়ে ভূক্তভূগি সিরাজুল ইসলাম বলেন, দেশের বাড়ীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৌদী আরবে দুই পক্ষ ঝগড়া সংঘর্ষে কয়েকজন আহত হয় ১৪ মাস আগে। যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে সৌদী পুলিশ আটক করতে না পেরে আমার ভাই শরীফুল ইসলামসহ ৩৯ জনকে আটক করে রাখে। আমরা সৌদীতে বাংলাদেশ দূতাবাসসহ এদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঘটনাটি অবগত করেছি। কিন্ত কোন ফল পাচ্ছিনা। তিনি বলেন আমরা এখন চিন্তিত।
আরেক ভূক্তভূগি বেলায়েত হোসেন বলেন, আমার ভাই কামরুল হাসান বিনা অপরাধে ১৪ মাস যাবত সৌদীর রিয়াদের থানায় আটক। তার স্ত্রী সন্তানরা না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। আমরাও চিন্তিত। সৌদীতে বাংলাদেশ দূতাবাসকে ঘটনা অবগত করেছি কিন্ত দূতাবাস কর্তৃপক্ষ আজ পর্যন্ত তাদের মুক্তির বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করেননি।
জমিলা বেগম নামের এক মহিলা বলেন, আমার ছেলে ১৪ মাস যাবত বিনা অপরাধে রিয়াদের থানায় আটক। বাড়ীতে টাকা পাঠাতে পারছেনা, অপরদিকে আমরা চিন্তিত। দুটি নাতি নিয়ে আমি কষ্টে আছি।
ভৈরবের শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হারুনউর রশিদ জানান, আমার গ্রামেরসহ এলাকার ৩৯ জন সৌদী প্রবাসী ১৪ মাস যাবত সৌদীর রিয়াদের বিভিন্ন থানায় বিনা অপরাধে আটক রয়েছে। তারা আজ মানববন্ধন করেছে। সরকারের কাছে আবেদন তাদের মুক্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ রেদুয়ান আহমেদ রাফি এবিষয়ে জানান, ঘটনার বিষয়টির ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করেছে ভূক্তভূগি পরিবারের স্বজনগন। স্মারকলিপিটি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিব এবং কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলে পদক্ষেপ গ্রহন করার কথা অনুরোধ করব।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply