বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

উত্তরাঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

দেশের উত্তরাঞ্চলের নদ-নদীতে পানি বেড়েই চলেছে। এতে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। পানিবন্দী হয়েছেন প্রায় ২৫ হাজার পরিবার। উত্তরাঞ্চলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস।

ঢালিউড কুইন অপু বিশ্বাস তার ফেসবুকে ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানিয়েছেন।

ছবি পোস্ট করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’

তার একজন অনুসারী লিখেছেন, ‘উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোন কথা নয় আমাদের পুরো বাংলাদেশকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক’।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ আক্ষেপ প্রকাশ করেছেন। জুয়েল সর্দার নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপু আমার মনে হয় আমাদের রংপুর বাংলাদেশের বাহিরে নয় তো আজ এই অবস্থায় তাদের পাশে কেউ নেই।’

অন্য একজন লিখেছেন, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব খারাপ, যার যার সামর্থ অনুযায়ী উনাদের পাশে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, কয়েক দিনের বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে আবারও ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে এ নিয়ে জেলায় চতুর্থ ধাপে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। অব্যাহত ভাঙনে উঠতি আমনক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি ও বসতভিটা নদীতে বিলীন হচ্ছে। গত দুই মাসে উপজেলার কাপাসিয়া, হরিপর, শ্রীপুর ও চণ্ডীপুর ইউনিয়নের পাঁচ শতাধিক বিঘা ফসলি জমি এবং শতাধিক বসতঘর তিস্তায় বিলীন হয়েছে।

https://www.facebook.com/plugins/post.php?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS