দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ সেপ্টেম্বর) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্রামীণ ওয়ান স্কিম টুর শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৬ দশমিক ৮৪ শতাংশ।
শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো- ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড ওয়ান, সিপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply