দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ সেপ্টেম্বর) মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার ব্র্যাক ব্যাংক পিএলসির ৪৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ২৪ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ২৭ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- গ্রামীণফোন লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, টেকনো ড্রাগ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply