দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার ব্র্যাক ব্যাংক পিএলসির ৩৪ কোটি ১৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৮ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে গ্রামীণফোন লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- জিপিএইচ ইস্পাত লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএসি, রেনেটা পিএলসি, ব্রিটিশ আমরিকান টোব্যাকো বাংলাদেশে লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply