বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৮ দশমিক ৯৬ শতাংশ বা ২৩ টাকা ৪০ পয়সা বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর ২১ দশমিক ৫০ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর ১৭ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্য কোম্পানিগুলো- ঢাকা ডাইংয়ের ১৭ দশমিক ৫০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১৬ দশমিক ৯৮ শতাংশ, এমজেএল বাংলাদেশের ১৬ দশমিক ৮৯ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১৪ দশমিক ৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১৪ দশমিক ৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১৪ দশমিক ৩৯ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ১৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply