রাশিয়ার সুদূর-পূর্ব কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) ভোরে এ ভূকম্পন অনুভূত হয়।
আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ পরিষেবার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।
কামচাটকায় রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রামে বলেছে, ‘উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পরেই পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সুনামি সতর্কতা জারি করলেও পরে তারা জানিয়েছে, সুনামির ঝুঁকি কেটে গছে। তবে, স্থানীয় কর্তৃপক্ষ কোনো সুনামির সতর্কতা জারি করেনি।
রাশিয়ার ইউনিফাইড জিওফিজিক্যাল সার্ভিসের কামচাটকা শাখার ওয়েবসাইট অনুসারে, ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। তবে এগুলোর মাত্রা কম ছিল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply