বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর দায়িত্ব নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর কেন্দ্রীয় ব্যাংক নগদ টাকা উত্তোলনে নির্দেশনা দিয়েছিল।
এরই ধারাবাহিকতায় রোববার (১৮ আগস্ট) থেকে টাকা উত্তোলনে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।
এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নতুন সপ্তাহে যে কোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা পর্যন্ত তোলার সীমা নির্ধারণ করে দিয়েছে। ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। আর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply