অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। বুধবার (৭ আগস্ট) ফেসবুকে নিজেই এই তথ্য জানান তিনি।
জানা গেছে, ভার্টিগোর সমস্যায় ভুগছেন পরীমণি। এই কারণে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান তিনি।
ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেল আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল!’
পরীর অসুস্থতার খবর শুনে ভক্তরাও তার সুস্থতা কামনা করছেন। পাশাপাশি নিজের যত্ন নেয়ারও পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply