চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭),ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৪ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার আলমডাঙ্গা বি টিম মাঠে বেলা ৩ ঘটিকার সময় উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আলমডাঙ্গা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে,এম মঞ্জিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, আলমডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভীন।
কে এস মাহমুদ শাহরিয়ার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উদ্বোধনী খেলায় বাড়াদি ইউনিয়ন আইলহাঁস ইউনিয়নের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। উদ্বোধনী খেলায় আইলহাঁস ইউনিয়ন বারাদি ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply