দেশে যখন রাসেলস ভাইপার নিয়ে উত্তেজনা চলছে তখন বিষধর সাপকে বিদায় জানিয়ে রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পরীমণি তার ফেসবুকে লেখেন, বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমণি।
সোশ্যাল মিডিয়ায় পরীর এমন রহস্য ভরা পোস্ট শোরগোল তুলেছে নেটপাড়ায়। পরীর ফেসবুক পোস্টে কমেন্ট বক্স বন্ধ। তাই পরীর ফ্রেন্ডরাই শুধু এ পোস্টে মন্তব্য করতে পারছেন। তারা বিষধর সাপ রাসেলস ভাইপারকে বিদায় জানিয়ে পরীর জন্য করেছেন শুভকামনা।
দুটি কারণে আজ সারাদিন আলোচনায় ছিলেন পরী। একটি, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরী। দ্বিতীয়টি হলো পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন শিথিল।
২০২১ সালে জুন মাসে ঢাকার বোটক্লাবে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয় পরীকে। এ ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলেন নায়িকা। এরপরই নাসির মাদক মামলা দেন পরীর বিরুদ্ধে।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে এ মামলার তদন্তের ভার পড়ে সে সময় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কর্মরত গোলাম সাকলায়েনের ওপর।
সে প্রসঙ্গেই সাকলায়েনের সঙ্গে পরীর আলাপ। মামলার তদন্তে পরীমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ হন সাকলায়েন। পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন।
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য আবেদন করা হয়। সে প্রেক্ষিতে এবার চাকরি হারাতে পারেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন!
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply