ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি সবসময় আলোচনায় থাকেন নানা কর্মকাণ্ডে। প্রাক্তন স্বামী অভিনেতা শরিফুল রাজকে বিয়ের পর তাকে নিয়ে আলোচনা বেড়ে গিয়েছিল বেশি। রাজের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরীর স্নায়ুযুদ্ধ চলে সন্দেহের কারণে। এখন সময় বদলেছে। রাজ-পরী দুজন দজনের জগতে কাজ করছেন। কিন্তু মিমের প্রতি সেই রাগ-ক্ষোভ গলে পানি হয়ে গেছে পরীর।
রাজ-মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’ ছবি মুক্তির পরপরই শরীফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে বিস্ফোরক স্ট্যাটাস দেন পরীমণি। সেই স্ট্যাটাসে মিডিয়া তোলপাড় হয়ে যায়।
মিমের উদ্দেশে ফেসবুকের এক পোস্টে পরীমনি দাবি করে লিখেছিলেন, মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে। তার অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে। যে কারণে তাদের সংসারে টানাপোড়েন চলছে। যদিও ‘দামাল’ ছবির প্রচারকালেই শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি।
পরীর এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেয়ার কারণে সে সময় বিব্রতকর অবস্থায় পড়েন মিম। এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন, আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না। সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি। এত দিন পরীমনিকেও এড়িয়ে চলেছেন মিম।
সম্প্রতি তাদের দুজনকে এক ফ্রেমে দেখা গেছে। ‘ঢাকা ফ্যাশন ডে’ অনুষ্ঠানের মঞ্চে সেই সময়ের কথা মনে করে মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরীমণি।
সংবাদমাধ্যম অনুযায়ী, শুক্রবার (৭ জুন) ‘ঢাকা ফ্যাশন ডে’ অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারকা উপস্থিত হয়েছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয়।
সেখানে মিমকে পেয়ে পরীমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান। এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরাও উপস্থিত ছিলেন।
পরীর এমন কর্মকাণ্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন। কি বলবেন বুঝতে পারছিলেন না। পরে নিজেকে সামলে নিয়ে পরীর সঙ্গে হাসিমুখেই কথা বলেন। এই ঘটনার পরই অনুষ্ঠানের মঞ্চেও দুই নায়িকাকে হাস্যজ্জ্বলভঙ্গিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply