পুঁজিবাজারে বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ‘বিএসসি এমআরজি লিমিটেড’ নামে একটি প্রাইভেট কোম্পানির ৪৫ শতাংশ শেয়ার পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি বছরের ২২ জানুয়ারি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে (আরজেএসসি) বিএসসি এমআরজি লিমিটেডের নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রাইভেট এ কোম্পানিটি তালিকাভুক্ত কোম্পানি বিএসসিকে ৪৫ শতাংশ শেয়ার দিয়েছে কোনো আর্থিক বিনিয়োগ করতে ছাড়াই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসসির নাম ব্যবহার করার বিপরীতে এ শেয়ার দেয়া হয়েছে। প্রাইভেট এ কোম্পানিটি বর্তমানে কার্যক্রম শুরুর পর্যায়ে রয়েছে। নতুন এ কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সামুদ্রিক জাহাজ পরিবহন ব্যবসা পরিধি আরো বাড়াতে চায় বিএসসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply