বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারময়ান হলেন এমপির এপিএস 

রেজাউল ইসলাম
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৮ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদ উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারময়ান নির্বাচিত হয়েছেন এমপির (ব্যক্তিতগ সহকারী) এপিএস আবু বক্কর সিদ্দিক। তিনি মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি লালমনিরহাট ১-আসনের এমপি মোতাহার হোসেনের এপিএস।

বেসরকারি ফলাফলে আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন ২৮২ ভোট। তাঁর নিকটতম প্রার্থী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন ২৭৩ ভোট। মোট ৯ভোট বেশি পেয়ে আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারময়ান পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশনার লুৎফুল কবীর সরকার। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার ( ৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬টি কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেছেন। উপ-নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীক, আশরাফ হোসেন বাদল (চশমা) প্রতীক, নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস) প্রতীক, মমতাজ আলী (মোটর সাইকেল) প্রতীক এবং সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক এ নির্বাচন করছেন। ৫টি উপজেলা, ২টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬শ ২৪জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ জানান, জেলার ৪৫টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, ২টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৫টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৬২২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় পদত্যাগ করেন। এতে পদটি ফাঁকা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS