ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বর্তমানে কলকাতায় ব্যস্ত রয়েছেন শুটিংয়ের কাজে। ‘ফেলু বক্সী’ সিনেমায় দুর্দান্ত শুটিং করছেন তিনি, তা ফেসবুকেও উঠে আসছে ছোট ছোট ভিডিও বার্তা।
সেখানে থেকে নানা রকম অভিজ্ঞতা নিয়ে সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে কথা বলছেন তিনি। এবার আনন্দবাজারের সঙ্গে তার সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে নিয়ে কথা বলেছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশ হওয়া প্রতিবেদনে দেখা যায়, পরীমনির কাছে প্রশ্ন করা হয় ছেলে রাজ্যের জন্য শরিফুল রাজকে আরও একটি সুযোগ দেয়া সম্ভব কিনা? জবাবে এ নায়িকা বলেন, ওই নাম মুখেই আনতে চাই না। ওর প্রতি এত ঘৃণা। কোনোদিন যদি মরেও যায়, তাও দেখতে যাব না।
এর পরই এ নায়িকা বলেন, এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ। যে আমার কাছে ছিল, সে আরও অনেক আগেই মরে গেছে। সেই মরদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরিফুল রাজ-পরীমণি। সম্পর্কের সাতদিনের মাথায় ১৭ অক্টোবরে, ২০২১ সালে বিয়ে করেন তারা। এরপর ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠান এবং পরদিন ২২ জানুয়ারি জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই তারকাজুটির।
কিন্তু সেই সংসারে নেমে আসে বিচ্ছেদের ছায়া। ছেলের প্রথম জন্মবার্ষিকীর কিছুদিন পরই তাদের বিচ্ছেদ হয়ে যায়। নানা কলহ ও অভিযোগের পর গত বছরের ১৮ সেপ্টেম্বর অভিনেতাকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply